পতেঙ্গায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

1

নিজস্ব প্রতিবেদক

পতেঙ্গা এলাকা থেকে এয়ার মোহাম্মদ নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে পতেঙ্গা থানা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, শ্রমিক লীগ নেতা এয়ার মোহাম্মদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ বলেছে, কোতোয়ালী থানার একটি মামলায় এয়ার মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। পতেঙ্গা থানা পুলিশ তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, কোতোয়ালী থানার মামলায় এয়ার মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে।