নিজস্ব প্রতিবেদক
পতেঙ্গায় বাসের নিচে চাপা পড়ে নুরুল আবছার নামের নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কাটগড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৫২ বছর বয়সী নুরুল আবছার পতেঙ্গা স্টিলমিল এলাকার বাসিন্দা ছগীর আহম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাটগড় এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন বাসটি আটক করে রাখে। তবে এ সময় বাসচালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পতেঙ্গা থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক বৃদ্ধকে পেছন থেকে একটি বাস চাপা দেয়। বাসটিকে জব্ধ করা হলেও চালক পালিয়ে যায়। মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। নিহত ব্যক্তি নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।