পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি

10

নিজস্ব প্রতিবেদক

নগরীর পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একটি লরি সড়কের পাশে পুকুরে গিয়ে পড়েছে। এ সময় লরির ধাক্কায় পুকুরে পড়ে এক শিশু নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। একই ঘটনায় আরও এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার রাতে দিকে নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন তাসফিয়া (২০), ইমরান (৮) ও সালমান (৩০)।
সিএমপির বন্দর জোনের উপকমিশনার শাকিলা সোলতানা জানান, একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে গেছে। স্থানীয় লোকজন আহত দুই শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এক শিশু পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ আছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম অভিযান চালাচ্ছে।
পতেঙ্গা ফায়ার স্টেশনের কর্মকর্তা শাহেদ কুতুবী জানান, খবর শুনে আমাদের একটি টিম এখানে আসে। পুকুরে লরিটি এখনও আছে। একজন শিশু নিখোঁজ আছে বলে আমরা শুনেছি। পুকুরে প্রাথমিক তল্লাশি চালানো হয়েছে। কিছু পাওয়া যায়নি। পুলিশের রেকার ভ্যান এসে লরিটি ওপরে তুললে আমরা আবার তল্লাশি চালাব।