পতিত স্বৈরাচারদের এদেশে পুনর্বাসন হতে দেয়া যাবে না

3

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, পৃথিবীতে আল্লাহ তায়ালা আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আমাদের মাঝে রাসূল (স.) কে পথপ্রর্দশক হিসেবে প্রেরণ করেছেন এবং আমরা তাঁর উপর ঈমান এনেছি। আমরা সেই নবীর অনুসারী। আল্লাহ তায়ালা তাঁর মধ্যে আমাদের জন্য রেখেছেন উত্তম চরিত্র। গত ৩১ অক্টোবর নগরীর বায়েজিদ থানাধীন সুলতানি মঞ্জিল মার্কেট প্রাঙ্গনে সীরাতুন্নবী(স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা পালনোর পূর্বে দেশে ওয়াজ মাহফিলে উপর ১৪৪ ধারা জারি ছিল। ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বি.এম. মফিজুর রহমান আজহারী, প্রধান আলোচক ছিলেন চকবাজার নবাব আলি খাঁ জামে মসজিদের খতিব, ডক্টর মাহমুদুল হাসান, বিশেষ বক্তা ছিলেন, বন্দরটিলা আলীশাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, বিশিষ্ট শিক্ষাবিদ ও বায়েজিদ থানা জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন, বায়েজিদ থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ ফজলুল কাদের। মোহাম্মদ আলমগীর হোসাইনের সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থতি ছিলেন, হাফেজ আবুল মানসুর, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মাহবুবুর রহমান, মজিবুর রহমান, মোস্তাক রেজা, আবুল খায়ের সিদ্দিক আলী, ডা. এস আলম প্রমুখ। বিজ্ঞপ্তি