পটিয়া শাহ্ আব্দুল মালেক আল-কুতুবী (রহ.)’র বার্ষিক ওরশ ১৯ মার্চ

25

আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার পটিয়া মনসা শাহ্ মালেকীয়া দরবার শরীফ পাক পঞ্জেতন নূর জামে মসজিদ সংলগ্ন মাঠে অলিয়ে রহমত গাউছে এখতিয়ার, আল্লামা শাহ্ আব্দুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আল-আ’জমী (রা.)’র ২০ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।
ওরশ শরীফে গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে ফজর- খতমে কোরআন, বাদে যোহর- খতমে বোখারী, বাদে এশা হতে রাতব্যাপী মাহফিল, জিকিরে বেলায়ত ও আখেরী মুনাজাত এবং বাদে ফজর তাবারুক বিতরণ। উক্ত ওরশ শরীফে সকল ধর্মপ্রাণ মুসলিম জনতাকে উপস্থিত হওয়ার জন্য দরবার শরীফের সাজ্জাদানশীন ও পাক পঞ্জেতন নূর, শাহ মালেকিয়া খেদমত, যুব খেদমত পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নায়েবে গাউছে মুখতার হযরত গোলাম মর্তুজা মুহাম্মদ এয়াহিয়া আল-মালেকী আল জিলানী শাহ (ম.জি.আ) অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি