দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন পটিয়া চক্রশালা যুব নিশান ক্লাবের উদ্যোগে আয়োজিত স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ, ক্লাবের সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাছানের সঞ্চালনায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, খরনা ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, কচুয়াই ইউনিয়নের চেয়ারম্যান ইনজামুল হক জসিম, ক্রীড়া সংগঠক মাহাবুবুর রহমান, ক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুল আলম, মো. ইছহাক, দেলোয়ার হোসেন, অঞ্জন রুদ্র, মোঃ হাসেম, ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন, সামশুল আলম, প্রধান শিক্ষক, তুষার কান্তি দাশ, সমর কান্তি দাশ, জয়নাল আবেদীন জিহাদী, দিপন কান্তি কর, সাগর চৌধুরী, আরজুমান আরা বেগম, সহ-সভাপতি শফিউল বারী বাবুল, ঋষি বিশ্বাস, উৎপল সরকার রাজু, ইঞ্জিনিয়ার সুমন সিংহ, দয়াল কান্তি রুদ্র, রফিক আহম্মদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বশর, এডভোকেট অঞ্জন বিশ্বাস, এডভোকেট নাজিম উদ্দিন, এডভোকেট শহিদুল ইসলাম সুমন, এডভোকেট পিন্টু দে, মামুনুর রশিদ, নাছির উদ্দিন, আবদুর রহিম, শহিদুল আলম, রাশেদুল ইসলাম ও ইমতিয়াজ নিশান প্রমুখ। প্রতিযোগিতায় স্থানীয় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের সহ¯্র প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি