পটিয়ায় নির্মিতব্য বাইপাস সড়কে বিদ্যুতের ১১ হাজার ও ৪৪০ ভোল্টেজের সঞ্চালনলাইন কাজের উদ্বোধনকালে এমপি সামশুল হক চৌধুরী বলেছেন, পটিয়াকে পৌরসভাকে সিটি কর্পোরেশনে পরিণত করা হবে। পটিয়া দক্ষিণ জেলার মধ্যে সবচে বড় পৌরসভা। এ পৌরসভার আয়তন আরো বাড়বে। সুন্দর ও পরিকল্পিতভাবে এ শহরকে সাজাতে হবে। পটিয়াকে যাতে সিটি কর্পোরেশনে পরিণত করতে সহজ হয়। গত শনিবার পটিয়া বাইপাস সড়কের সম্মুখে বিদ্যুতের সঞ্চালন লাইনের ভিত্তি স্থাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পিডিবির চট্টগ্রাম বিভাগের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ দুলাল হোসেন, নির্বাহী প্রকৌশলী রিয়াজুল ইসলাম, পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী খোরশেদ উদ্দিন, উপ-প্রকৌশলী জাকের সরোয়ার খান, কাউন্সিলর গোফরান রানা, আবু ছৈয়দ, শেখ সাইফুল ইসলাম, কামাল উদ্দিন বেলাল, আবদুল মান্নান, খোরশেদ গণি, আয়ুব বাবুল, ফজলুল হক আল্লাই, নাছির উদ্দিন পদ্মা, শহীদুল ইসলাম, এনএএ নাছির, পিডিবির কামরুল হাসান বাবু, ইউছুপ নবী টিপু, ঠিকাদার সাইদুর রহমান। ১১ হাজার ও ৪৪০ ভোল্টেজের সঞ্চালনলাইনটি প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন, পটিয়া পৌর এলাকার পিডিবি’র আওতায় থাকবে। আর এর বাইরে পল্লীবিদ্যুৎ চলে যাবে। উভয় প্রতিষ্ঠানকে মিলেমিশে গ্রাতকদের সেবা দিতে হবে। পটিয়া পৌর এলাকাসহ পুরো পটিয়াকে আরো আধুনিক শহরে পরিণত করতে এ বাইপাস সড়ক ভূমিকা রাখবে। পটিয়া একদিন সিটি কর্পোরেশন হবে। সে লক্ষে কাজ চলছে। নতুন নতুন প্রকল্পের মাধ্যমে পটিয়অকে আরো সাজিয়ে তোলা তোলা হবে এবং পটিয়া পৌর এলাকাকে আরো আলোকিত করতে হবে।