পটিয়া উপজেলা মহিলা ফুটবল দলকে ট্র্যাকসুট প্রদান

20

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭’র চট্টগ্রাম জেলা পর্যায়ে পটিয়া উপজেলা বালিকা দল আঞ্চলিক ফাইনালে উন্নীত হওয়ায় খেলোয়াড়দের ট্র্যাকসুট প্রদান অনুষ্ঠান গতকাল ইউএনও অফিসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও হাবিবুল হাসান। উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিজেকেএস নির্বাহি কমিটির সদস্য ইন্জিনিয়ার জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ ও সিজেকেএস কাউন্সিলর ডা. সৈয়দ সাইফুল ইসলাম, সদস্য মাহবুবুর রহমান, এএফসি কোচ নাসির উদ্দিন, সহকারী কোচ আনোয়ার হোসেন দলের কর্মকর্তা নাজিম উদ্দিন, নিশান ইমতিয়াজ প্রমুখ।