পটিয়ায় ৪দিন ধরে বৃদ্ধ নিখোঁজ

27

পটিয়ায় আহমদ নবী (৫৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। গত বুধবার সকালে পাহাড়ে নিজ লেবু বাগানে গিয়ে বৃদ্ধ আহমদ নবী আর বাড়ি ফিরেননি। তিনি বাগান থেকে লেবু সংগ্রহ করতে গিয়ে বৃষ্টি আটকে আছেন বা পাহাড়ি ঢলে ভেসে গেছেন বলে ধারণা করছেন স্থানীয় ও স্বজনরা। তিনি উপজেলার পূর্ব হাইদগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের বাড়ির মরহুম আবদুল জলিলের পুত্র। নিখোঁজ বৃদ্ধের ২ ছেলে ও ২ কন্যা সন্তান রয়েছে। নিখোঁজ হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ও পাহাড়ের বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
জানা গেছে, প্রতিদিনের মত বৃদ্ধ আহমদ নবী পাহাড়ে তার নিজস্ব বাগান থেকে লেবু আনতে যায়। এ সময় বৃষ্টি ও পাহাড়ি ঢলে বৃদ্ধ আহমদ নবী আটকা পড়ে। এরপর থেকে তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজা হলেও খোঁজ মিলেনি। পটিয়া বন বিভাগের হেডম্যান ও আহমদ নবীর বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, বৃষ্টির পানিতে আহমদ নবী কোথাও আটকা পড়েছেন বা পানিতে তলিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়েছেন। তবে পাওয়া যায়নি। শ্রীমাই খালে এবার পাহাড়ি ঢলের পানি বেশি নেমেছে। নাকি ঢলের পানিতে আহমদ ভেসে গেছে তা জানেন না।