পটিয়ায় সড়ক-রেলপথ দখলে নিয়ে অবরোধ

23

পটিয়ায় সড়ক ও রেলপথের উপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছে হেফাজতের নেতাকর্মীরা। গতকাল রবিবার সকাল থেকে তারা এ দুটি পথের দখল নিয়ে তাতে দুপুর পর্যন্ত অবস্থান নেয়। ফলে রেল চলাচল বন্ধ থাকার পাশপাশি মহাসড়ক দিয়েও চলাচল করতে পারেনি কোন ধরনের যানবাহন। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীসহ সাধারণ মানুষকে। রেলপথ ও মহাসড়ক থেকে এসব হেফাজত কর্মীদের সরাতে কোন ধরনের ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে থানার অভ্যন্তরে পুলিশ, বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক অবস্থান করেন।
জানা যায়, হেফাজত ইসলামের ডাকে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে পটিয়া আল জামেয়া মাদ্রাসা ও জিরি মাদ্রাসার ছাত্ররা। হরতাল চলাকালে গতকাল সকালে ছাত্ররা চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনের উপর গাছের গুঁড়ি ফেলে তারা রেলপথ অবরোধ করে। এদিকে পটিয়া ডাক বাংলোর মোড় ও থানার মোড় এলাকায় তারা মহাসড়কের উপর অবস্থান নেয়। অন্যদিকে আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার ছাত্ররা পটিয়া শান্তির হাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অবস্থান নিয়ে মহাসড়ক দখল করে। এ সময় যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ ছিল। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি।
সমাবেশে বক্তারা বলেন, নাস্তিক মুরতাদ কসাই মোদিকে বাংলাদেশে কেন আমন্ত্রণ করা হয়েছে সরকারকে তার জবাব দিতে হবে। শান্তপ্রিয় তৌহিদী জনতার উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাটহাজারী ও ব্রাহ্মনবাড়িয়ায় ছাত্রদের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নইলে লাগাতার কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটাবে বলে বক্তারা হুমকি দেন।