পটিয়ায় বাগীশিক’র শ্রীমদ্ভগবদগীতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

87

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পটিয়া উপজেলা সংসদ আয়োজিত মাসব্যাপী শ্রীমদ্ভগবদগীতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা গত ১৩ মার্চ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ১০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সভাপতি পুলক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ ধর বাপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা প্রদীপ কুমার বিশ্বাস। আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। সংবর্ধিত অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সাধারণ সম্পাদক শিক্ষক রূপক শীল, অর্থ সম্পাদক মিশন দত্ত সপু, নির্বাহী সদস্য বিদ্যুৎ কুমার দে, পটিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দাশগুপ্ত। বক্তব্য রাখেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার রাসু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সঞ্জয় দে, অর্থ সম্পাদক চন্দন বিশ্বাস, প্রচার সম্পাদক জুয়েল চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক অজয় শীল, সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ সর্দার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রাসনা ধর, মহিলা সম্পাদক সুচরিতা শীল, সাংস্কৃতিক সম্পাদক রূপন মিত্র, সহ-অর্থ সম্পাদক রিগ্যান সূত্রধর, নির্বাহী সদস্য লিটন বিশ্বাস, বাগীশিক পটিয়া পৌরসভা সংসদের তপন ধর, বিকাশ ধর, বাদল দে, সুমন দে, মাস্টার বাদল চন্দ্র দাশ, জয়রাম শীল মিশু, প্রকাশ দে, জয় প্রকাশ মল্লিক, বনমালী নাথ, সাজু দাশ, পিয়াল দাশ প্রমুখ। সভায় প্রধান অতিথি অ্যাড. তপন কান্তি দাশ বলেন, বর্তমান সামাজিক অবক্ষয়ের যুগে ধর্মীয় ও নৈতিক শিক্ষা আমাদেরকে সঠিক পথের সন্ধান দিতে পারে। এজন্য নতুন প্রজন্মকে শ্রীমদ্ভগবদগীতা শিক্ষায় শিক্ষিত করতে হবে। এক্ষেত্রে পটিয়া উপজেলা সংসদের মাসব্যাপী শ্রীমদ্ভগবদগীতা প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি