পটিয়ায় পাথরবাহী গাড়ি চালককে ছুরিকাঘাত টাকা ছিনতাই

25

পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে পাথরবাহী একটি ট্রাকের চালক মো. রুবেলকে (৩৮) ছুরিকাঘাত করে নগদ ১৮ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। গাড়ি চালক রুবেল টাঙ্গাইল জেলার মধুপুর এলাকার বাসিন্দা আমান উল্লাহ’র ছেলে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কোলাগাঁও এলাকায় বেশ কিছু শিল্প কারখানা রয়েছে। নির্মাণাধীন কিছু শিল্প প্রতিষ্ঠান সিলেটের পাথর ব্যবহার করে থাকে। প্রায় সময় সিলেটের পাথর ট্রাকভর্তি করে আনা হয়। পাচুরিয়া-সফর আলী মুন্সি হাট সড়কে প্রায় সময় কিছু যুবক শিল্প প্রতিষ্ঠানের গাড়ি থেকে চাঁদা আদায় করে থাকে। প্রতিদিনের মতো চাঁদা নেওয়ার সময় গাড়ি চালক রুবেলকে এক পর্যায়ে ছুরিকাঘাত করে তারা। এসময় হাতে, পায়ে ও পেটে ছুরির আঘাতে চালক রুবেল জখম হয়। পরে এলাকার লোকজন রুবেলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, পাথরবাহী ট্রাকের চালক থেকে টাকা ছিনতাই ও ছুরিকাঘাত সংক্রান্ত অভিযোগটি আমরা এখনো পাইনি। তবে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি ।