ব্রিকফিল্ডে পাচারের সময় পটিয়ায় জ্বালানিকাঠ ভর্তি ট্রাকসহ দুই পাচারকারী আটক করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ’র নির্দেশের পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে গত শনিবার রাতে পটিয়া উপজেলার কেলিশহর এলাকা থেকে এসব কাঠ ও ট্রাকসহ পাচারকারীদের আটক করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়েরের পর গতকাল রবিবার আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক দুই পাচারকারী হলেন, বাশঁখালী উপজেলার পূর্ব বরগুনা এলাকার বাসিন্দা মৃত আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ করিম (২৬) ও চন্দনাইশ উপজেলার পূর্ব এলাহাবাদ এলাকার বাসিন্দা মৃত আবদুল মোতালেবের পুত্র রহমত উল্লাহ (২৪)। পটিয়া রেঞ্জ সূত্রে জানা যায়, পটিয়ায় পাহাড়ি এলাকা থেকে অবৈভভাবে বনজ গাছ কেটে তা ব্রিক ফিল্পে জ্বালানি হিসেবে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতেই অভিযান পরিচালনা করেন বন বিভাগ। অভিযানের সময় কেলিশহর এলাকার ছত্তর পেটুয়া নামক স্থান থেকে জ্বালানিকাঠ ভর্তি ট্রাক ঝালকাঠি ড- ১১-০০৭৭ আটক করা হয়। ওই সময় পালানোর সময় হাতেনাতে দুই পাচারকারীকে আটক করে বনবিভাগ। পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আটকের পর পটিয়া রেঞ্জ অফিসে ট্রাকসহ এসব জ্বালানিকাঠ নেয়া হয়েছে। এরপর বন আইনে মামলা দায়ের করা হয়। ট্রাক থেকে আনুমানিক ১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। আটক দুই পাচারকারীকে কাঠ পাচার মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।