পটিয়ায় জমির বেচাকেনা নিয়ে গোলাগুলি

52

পটিয়া প্রতিনিধি
পটিয়ায় জমির বেচাকেনা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১০ টায় হাইদগাঁও ইউনিয়নের তেতুলতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় স্থানীয় লোকজন। পরে এক পক্ষ ওই অস্ত্র জনতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয় পক্ষ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ওই ঘটনাকে কেন্দ্র করে এখনো উত্তেজনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি জমির বেচাকেনাকে কেন্দ্র করে হাইদগাঁও ইউনিয়নের হংসেরপাড়ার বাসিন্দা আরিফ মিয়া ও তেতুলতলা গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের সাথে বিরোধ তৈরি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন আগে প্রথমে আরিফ মিয়া জাহাঙ্গীরকে এবং পরে জাহাঙ্গীর আরিফ মিয়াকে মারধর করে। ওই ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে আরিফ মিয়া কয়েকটি আগ্নেয়াস্ত্রসহ একদল যুবককে সাথে নিয়ে তেতুলতলা এলাকায় জাহাঙ্গীরকে ধাওয়া করে। তাকে না পেয়ে আরিফ তার লোকজনকে সাথে নিয়ে সেখানে অবস্থান করে। পরে রাতে জাহাঙ্গীরের পক্ষে গ্রামের লোকজন একত্রিত হয়ে আরিফ মিয়া ও তার লোকজনকে পাল্টা ধাওয়া করে। আরিফ মিয়া ও তার লোকজন অবস্থা বেগতিক দেখে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায়। তাদের একটি আগ্নেয়াস্ত্র লোকজন ছিনিয়ে নেয়। পরে আরিফের লোকজন এসে আবার ওই অস্ত্রটি ছিনিয়ে নিয়ে যায়।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, রাতে খবর পেয়ে পুলিশ প্রেরণ করা হয়। তবে ওই ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। গোলাগুলির ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে বের করা হবে।