পটিয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

17

চট্টাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পটিয়ার নেজাম উদ্দীন নিজাম যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াই কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল হক চৌধুরী (জসিম) এর পক্ষ থেকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। গত সোমবার বিকেল চারটায় কমলমুন্সির হাটস্থ ইউনিয়ন পরিষদ ভবন সম্মুখে এ সংবর্ধণার আয়োজন করা হয়। সংবর্ধণা সভায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম, খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক নাছির উদ্দীন, কচুয়াই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মন্নান, মহিলা নেত্রী ও কচুয়াই ইউপি সদস্য সেলিনা আক্তার, কচুয়াই ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজান চৌধুরী, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শাহনেওয়াজ খান, এস এম ফারুক, সাইফুদ্দীন খালেদ, গোলাম কাদের, খরনা ইউনিয়ন য্বুলীগের সাধারণ-সম্পাদক নুরুল আবছার, কচুয়াই ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মনির হোসেন, আবু বক্কর, শেফালী ঘোষ, রবিউল হাসান শাকিল, ওয়াহিদুল ইসলাম নয়ন, আবু সৈয়দ তাসিন, আবু তাহের আদনান, শহিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি