পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসা লিল্লাহ বোডিং সড়ক নির্মাণ শুরু

2

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া হযরত শাহচাঁদ আউলিয়া কামিল মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের মধ্যে সংযোগ সড়কের কাজ আজ শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মো. ইদ্রিচ মিয়া। ১ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মী, ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পৌরসভার নিজস্ব অর্থায়নে এবং জেলা বিএনপির আহবায়ক ইদ্রিচ মিয়ার সুপারিশে ১০ লাখ টাকার টেন্ডারে এই ১০ ফিট প্রস্থ ও ২৫০ ফিট দৈর্ঘ্যের সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। ঠিকাদার মেসার্স নাহার মেটালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরুর ঘোষণা দিয়েছেন সঙ্গে সঙ্গে।
প্রধান অতিথি বলেন, সড়কটি আমাদের এতিম সন্তানদের স্বপ্নের পথ। হযরত শাহচাঁদ আউলিয়া (রহ.)-এর আলোয় জ্বলজ্বল করা এই এলাকায় ধর্মীয় ও শিক্ষাগত উন্নয়নের জন্য বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত শাহচাঁদ আউলিয়া মাজার ও ওরশ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম চৌধুরী, শাহচাঁদ আউলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ, লিল্লাহ বোডিংয়ের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা কাজী হাফেজ আহমদ আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা রফিকুল আলম আলকাদেরী, মাওলানা আবুল কাশেম নুরী, মাওলানা আবদুল জব্বার নুরী, জিল্লুর রহমান, কামাল উদ্দিন, আনোয়ার হোসেন রুবেল, তরুণদল নেতা কামাল উদ্দিন, সাজ্জাদ হোসেন, মাহমুদুল হকসহ অন্যান্য।