পটিয়া প্রতিনিধি
পটিয়ায় জাল টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলসদ্বীপ ইউনিয়নের চরকানাই এলাকার সফর আলী মুন্সিরহাট বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ইলিয়াস খাঁ বাড়ির মৃত নুরুল ইসলাম ড্রাইভারের ছেলে মো. ইউনুছ (৩১) ও একই ইউনিয়ের নুর মোহাম্মদের ছেলে মো. ইব্রাহিম (৩৮)। এসময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার তিনটি জালনোট ও ৫০০ টাকার একটি জালনোট উদ্ধার করা হয়।
কালারপোল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় খাজা গরীবে নেওয়াজ ট্রেডার্স নামের একটি দোকান থেকে তাদের গ্রেপ্তার করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘আমরা অভিযান চালিয়ে জালটাকাসহ দুইজনকে হাতেনাতে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল টাকা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জাল টাকার ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।’











