পটিয়ার সন্ত্রাসী হামিদ ২ দিনের রিমান্ডে

1

পটিয়া প্রতিনিধি

পটিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী আবদুল হামিদের (৩৭) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত সোমবার সিনিয়র জুডিসিলায় ম্যাজিস্ট্রেট আদালত পটিয়া তার রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেন। তিনি আরও বলেন, অস্ত্র মামলায় গত সোমবার আসামি আবদুল হামিদকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলাম, আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল শুক্রবার হামিদকে রিমান্ডের জন্য পটিয়া থানায় আনা হয়েছে। শনি ও রবিবার দুইদিনের রিমান্ড শেষে আবারো কারাগারে পাঠানো হবে।
সন্ত্রাসী আবদুল হামিদের বিরুদ্ধে পটিয়াসহ বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতন, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ২৭ মে রাত তিনটার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা মািজপাড়া এলাকার একটি টিনশিট ঘরে তার আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। এসময় তার আস্তানা থেকে ১টি দেশিয় তৈরি এলজি, ৩টি কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ৩টি রাম-দা ও ১টি ধারালো টিপ ছোড়া উদ্ধার করে পুলিশ। সে জিরি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাঁইদাইর গ্রামের এখলাস মিয়ার ছেলে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কাশিয়াইশ এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম করে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল সন্ত্রাসী হামিদ। এলাকায় রয়েছে তার বাহিনীও। তার বিরুদ্ধে পটিয়া থানাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, কাশিয়াইশ এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী আবদুল হামিদকে দুই দিনের রিমান্ডের জন্য শুক্রবার কারাগার থেকে থানায় নিয়ে আসা হয়েছে। শনি ও রবিবার দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে ফেরত পাঠানো হবে।