চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম নাইখাইনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপি বৌদ্ধদের মহামিলন মেলা। নাইখাইন গ্রামবাসীর উদ্যোগে ও তরুণ-যুবদের পরিকল্পনায় নাইখাইন মঙ্গলাচরণ চৈত্য প্রাঙ্গণে গত ৩১ মার্চ সন্ধ্যায় ভৈষজ্য সংঘদান ও শিক্ষাবিদ ভদন্ত শ্রীমৎ সোমানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে ও শ্রীমৎ জিনপ্রিয় মহাস্থবিরের সঞ্চালনায় একক ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত শ্রীমৎ মেত্তাবংশ মহাথেরো। গত মঙ্গলবার দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় অষ্টপরিস্কারসহ সংঘদান, জ্ঞ্যাতি ভোজন, আলোচনা সভা ও নাইখাইন জন্মজাত পটিয়ার কৃতি সন্তান, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন ফুটবলার, সমাজ হিতৈষী কির্তনীয়া শাক্যপদ বড়ুয়াকে সম্মাননা প্রদান। আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইখাইন সুহৃদ সমিতির প্রাক্তন সভাপতি বিমল বড়ুয়া ও অনুষ্ঠান উদ্বোধন করেন প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সীমাজু বড়ুয়া এবং প্রধান বক্তা ছিলেন শিক্ষক তাপস বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. কনক বড়ুয়া, কীর্তনীয়া সুবীর বড়ুয়া, কীর্তনীয়া সুকুমার বড়ুয়া, কীর্তনীয়া রূপায়ণ বড়ুয়া, কীর্তনীয়া অসীম বড়ুয়া, ইঞ্জিনিয়ার জুয়েল বড়ুয়া, আশীষ বড়ুয়া দেবু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কীর্তনীয়া অভি বড়ুয়া, লাভু বড়ুয়া, নিশান বড়ুয়া, শিবু বড়ুয়া এবং করল ,বাকাখালী, পাঁচুরিয়া, তেকোটাসহ বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ।
উল্লেখ্য, পটিয়ার নাইখাইন গ্রামের জন্মজাত শাক্যপদ বড়ুয়া দীর্ঘদিন যাবৎ সমাজের কল্যাণে বিভিন্ন অবদান রেখে চলেছেন। বিজ্ঞপ্তি