পটিয়ার জিরি সার্বজনীন জগন্নাথ মন্দিরে ৫৪তম মহানামযজ্ঞ উপলক্ষে ধর্মসম্মেলন গত ১৬ নভেম্বর মন্দিরের সভাপতি অটল কান্তি নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের আইনজীবী ও বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা। মন্দিরের সাধারণ সম্পাদক বিবেকানন্দ নাথের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ প্রজ্বলন করেন ব্রহ্মচারী শ্রীমৎ মানিকানন্দ অবধূত। উদ্বোধন করেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। স্বাগত বক্তব্য দেন অ্যাড. স্বপন কান্তি নাথ ও শুভেচ্ছা বক্তব্য দেন বিচিত্র রঞ্জন নাথ। বক্তব্য দেন শিক্ষক স্বর্ণলতা দেবী, মিলন কান্তি নাথ, অমল কান্তি নাথ, খোকন কান্তি নাথ, বাবুল চন্দ্র নাথ, দয়াল দে, তপন কান্তি নাথ ও রুপন কান্তি নাথ। গীতাপাঠ করেন জেসিকা দেবী। সংগীত পরিবেশন করেন বেতার ও টিভি শিক্ষার্থী গীতা আচার্য, সমাপ্তি দে ও সংগীত পরিচালক মিলন আচার্য। ২য় দিবসে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শুভাশীষ শর্মা বলেন, ধর্মচর্চা মানুষের জীবনকে পবিত্র ও আলোকিত করে। বিজ্ঞপ্তি