পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয় সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মো. ইদ্রিচ মিয়া। ২৫ অক্টোবর দুপুরে পটিয়া উপজেলা রাজস্ব তহবিলের অর্থায়নে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী অপু আহমেদ, বিএনপি নেতা মো. বাহাদুর, ঠিকাদার আলমগীর, ছনহরা ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল, আমিনুল হক, মাওলানা ছিদ্দিক আহমদ নঈমী, মাওলানা শরীফ উল্লাহ আশেকী, আনোয়ার হোসেন রুবেল, মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মো. ইদ্রিচ মিয়া বলেন, বিএনপি জনগণের দল। জনগণের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং মানুষের মৌলিক চাহিদা পূরণে আমাদের অঙ্গীকার অটুট। আজকের এই সড়ক নির্মাণের মাধ্যমে ছনহরার মানুষ চলাচলের ক্ষেত্রে আর ভোগান্তিতে পড়বে না। উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের অপেক্ষায় না থেকে আমরা জনগণের পাশে দাঁড়াতে চাই, যেন গ্রামীণ জনপদে উন্নয়ন কর্মকান্ড থেমে না যায়।
স্থানীয় এলাকাবাসী এ সময় বিএনপি নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সড়ক নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ গ্রামীণ জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।










