পটিয়া প্রতিনিধি
কক্সবাজার থেকে ঢাকায় পাচারকালে পটিয়ায় তল্লাশি চালিয়ে ৫শটি ইয়াবাসহ ‘প্রেমিক যুগলকে’ আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত সোয়া ১২টায় পটিয়া থানা পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার সড়কের খরনা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়। এ সময় তাদেরকে আটক করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর পৌরসভাধীন পিটিআই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মো. সেলিমের পুত্র মো. জাবেদ (২৮) ও একই এলাকার নুরুল ইসলামের কন্যা আনিকা রহমান (২০)।
পুলিশ সূত্র জানায়, তাদের আলাদা সংসার রয়েছে। তবে তারা পরকীয়ায় লিপ্ত। ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ মহাসড়কের খরনা এলাকায় বাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহ হলে যুগলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তাদের কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকার করে তারা। পরে জাবেদের প্যান্টের পকেট থেকে ৩শটি ও আনিকার গায়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২শটি ইয়াবা উদ্ধার করা হয়।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, প্রেমিক যুগল ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল। উভয়ের আলাদা সংসার থাকলেও আটকের সময় তারা প্রেমিক-প্রেমিকা পরিচয় দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।