পটিয়ায় সৈয়্যদা আমাতুল্লাহ খানম ফুটবল টুর্নামেন্ট শুরু

2

আরেফিয়া স্পোর্টস ক্লাব আয়োজিত মওলা সুলতানপুরী (ক.) ছাত্র যুব পরিষদের সৌজন্যে সৈয়্যদা আমাতুল্লাহ খানম ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ গতকাল পটিয়া হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরীফ বড়মিঞা মঞ্জিল মাঠে উদ্বোধন করা হয়। উদ্বোধনী খোলায় মওলা সুলতানপুরী (ক.) ছাত্র যুব পরিষদ কুরাংগিরী শাখা টাইব্রেকারে ৩-০ গোলে মওলা সুলতানপুরী (ক.) ছাত্র যুব পরিষদ ওয়াহেদুর পাড়া শাখাকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন। আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্রগ্রাম দক্ষিন জেলার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে ও মওলা সুলতানপুরী (ক.) ছাত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক সাকিব উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ হোসেন, টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা আব্দুল বায়েজ, নেয়ামত উল্লাহ, হেলাল উদ্দীন ও মো: সজীব প্রমুখ। টুর্নামেন্টে পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামের ১৬ টি দল অংশগ্রহণ করে।