পটিয়ায় ‘রহস্যের আগুনে’ পুড়েছে ৫ বসতঘর

2

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় রহস্যজনক আগুনে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে পটিয়া পৌরসদরের ৫নং ওয়ার্ডের নয়া পুকুরপাড় এলাকায় আবদুল করিমের বাড়িতে ঘটনা ঘটে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে আবদুল করিমের ভাড়া বাসায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পটিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে ৫টি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।
একটি ঘরে ভাড়া থাকতো পরিবার। ৪টি ঘর পরিত্যাক্ত ছিল দীর্ঘদিন। আগুনে পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক। বাড়ির মালিক আবদুল করিম বলেন, প্রতিবেশির সাথে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে আগুন দেয়ার ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ তার। পুলিশকে মৌখিকভাব জানানো হয়েছে, লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাশেষ বড়ুয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।একটি ঘরে লোকজন থাকতো, চারটি ঘর পরিত্যাক্ত ছিল। আগুনে সূত্রপাত কিভাবে হয়েছে তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি, তদন্ত সাপেক্ষে জানা যাবে।