পটিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

পটিয়া প্রতিনিধি

পটিয়ার গৌবিন্দারখীলে একটি ভাড়া বাসা থেকে আল মামুন নামে (২৯) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, আল মামুন যশোর জেলার মনিরামপুর থানার চাপা ইউনিয়নের মুজিবুর রহমানের ছেলে। তিনি পটিয়ায় একটি বেসরকারি কীটনাশক কোম্পানিতে বিক্রয়কর্মী হিসাবে চাকরি করতেন। এছাড়া গৌবিন্দারখীলের বজল সওদাগর বাড়ির ফরিদুল আলমের মালিকানাধীন ভবনের ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্ত্রী-সন্তানসহ মামুন ঘুমিয়ে পড়েন। পরদিন শনিবার সকাল সাড়ে ছয়টায় স্ত্রীর ঘুম ভাঙলে তিনি দেখেন মামুন পাশে নেই। তাদের রুমের দরজা বাইরে থেকে বন্ধ। এসময় মামুনকে বেশ কয়েকবার মোবাইলে কল দিয়েও পাওয়া যায়নি। এরপর মামুনের স্ত্রী এক প্রতিবেশীকে কল দিলে প্রতিবেশী এসে দেখেন মামুন অন্য একটি রুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন।
স্থানীয়রা জানান, পুলিশ এসে রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে মামুনের মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় তদন্ত চলছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।