পটিয়ায় মহাসড়ক থেকে কাভার্ডভ্যান ছিনতাই

1

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় মহাসড়ক থেকে একটি কাভার্ডভ্যান ছিনতাই হয়েছে। এই ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মনোয়ারা বেগম (৫৩), তিনি কৈয়গ্রামের ইসলামপুর দুলুর বাপের বাড়ির মৃত আবু ছৈয়দের মেয়ে। এই ছিনতাই ঘটনায় তার ছেলেসহ আরও কয়েকজন জড়িত। তারা নিয়মিত মহাসড়কে ছিনতাই করেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার ভোরে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে মালামালসহ কাভার্ডভ্যানটি ছিনতাই হয়।
জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ও ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরের নেতৃত্ব একটি টিম জিরি ইউনিয়নের কৈয়গ্রামে অভিযান চালায়। এই সময় মনোয়ারাকে বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
তার স্বীকারোক্তির পর পুলিশ বিকেল সাড়ে তিনটার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহার ওহিদুল্লার সারেং বাড়ির মো. ফারুকের ঘরে অভিযান চালায়। এই সময় কাভার্ডভ্যানটির ১৬১ কেস কোমল পানীয়সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ জানায়, গতকাল ভোর পৌনে ৫টার দিকে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়ক থেকে কাভার্ডভ্যানটি ছিনতাই হয়। ছিনতাইকারীরা চালককে মারধর করে মালামালসহ কাভার্ডভ্যানটি নিয়ে যায়। সেটি একটি শিল্প গ্রæপের। এতে ৪৯০ কেস জুস, কোমল পানীয়, মিনারেল ওয়াটারসহ বিভিন্ন মালামাল ছিল। এ ঘটনায় গতকাল একটি মামলা দায়ের করা হয়। মামলায় মনোয়ারা বেগমকে আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, পুলিশ ছিনতাইকৃত কিছু মালামালসহ এক নারীকে গ্রেপ্তার করে। ওই নারীর ছেলেসহ আরও কয়েকজন এই ছিনতাইয়ে জড়িত। কাভার্ডভ্যানটি উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে।