পটিয়া প্রতিনিধি
চলতি বছরের ভোটার তালিকা হালনাগাদে পটিয়ায় নতুন ভোটার বেড়েছে ১৭ হাজার ১৬ জন। তাদের মধ্যে পুরুষ ৭ হাজার ৭০৬ জন ও নারী ভোটার ৯ হাজার ৩১০ জন। হালনাগাদের পর উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৬৯৬ জন। বর্তমানে পুরুষ ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ২৪ জন, নারী ভোটার ১ লাখ ৬৬ হাজার ৬৭২ জন।
দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় চলতি বছরে ভোটার তালিকায় কর্তনকৃত ভোটার ৫ হাজার ৮১১ জন, স্থানান্তরিত ভোটার সংযুক্ত হয়েছে ৩৭০ জন। অন্যত্র স্থানান্তরিত হয়েছে ২৫৭ জন ভোটার।
পটিয়ায় ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পূর্বের ভোটার ছিল ৩ লাখ ৩৯ হাজার ৮২৩ জন, নতুনভাবে ১৭ হাজার ১৬ জনসহ বর্তমানে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে। উপজেলার ভোটারদের স্মার্ট কার্ড এসেছে প্রায় ২ লাখ ৮৩ হাজার। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে প্রায় ৯০ শতাংশ।
পটিয়া উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, হালনাগাদ ভোটার তালিকা যথাযথভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে স্থানীয় সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেছেন। যারা হালনাগাদ ভোটার তালিকায় ভোটার হতে পারেন নাই, তারা যে কোন সময় আবেদন করতে পারবেন। হালনাগাদ ভোটার তালিকায় কোন রকম ভুলত্রুটি পাওয়া গেলে তা সরকারি নির্ধারিত সময়ে বিনামূল্যে সংশোধন করা যাবে। কারো প্রয়োজনে জরুরিভাবে সংশোধন করতে হলে ২৩০ টাকা ফি জমা দিয়ে সংশোধনের সুযোগ রয়েছে বলে তিনি জানান।
এর আগে ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদের আওতায় গত ২০ জানুয়ারি সারা দেশের মতো চট্টগ্রামের পটিয়ায়ও তথ্য সংগ্রহ শুরু হয়। জন্মতারিখ ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম হলে নিবন্ধনের সুযোগ ছিল। ৫ ফেব্রæয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলেছে বায়োমেট্রিক সংগ্রহ।