পটিয়ায় বোরো সংগ্রহে কৃষক অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

1

পটিয়া প্রতিনিধি

‘ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে’ এ প্রতিপাদ্যে পটিয়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৫ উপলক্ষে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মশালা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জামাল হোসেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহাব উদ্দীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তপন কুমার রায়, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পিয়াস কান্তি দাস।
এছাড়াও কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণী এতে অংশগ্রহণ করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জামাল হোসেন জানান, চলতি বোরো মওসুমে সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ২৪৫ মেট্রিক টন ধান ও ৩৮১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি আতপ চালের দাম ধরা হয়েছে ৪৮ টাকা।
উল্লেখ্য, কৃষকের অ্যাপটি মূলত স্মার্টফোনে ব্যবহারোপযোগী একটি অ্যাপ। এটি ডিজিটাল ধান/খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি শুধুমাত্র কৃষকরা ব্যবহার করবে। এতে প্রযুক্তির কল্যাণ এখন কৃষকের কল্যাণে যুক্ত হয়ে কৃষিজীবী মানুষের জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।