পটিয়ায় বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ কর্মশালা

1

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক উপজেলা কর্মশালা অনৃুষ্ঠিত হয়েছে। রিইন্ট্রিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কাস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা সম্পন্ন হয়। ব্র্যাক মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার চট্টগ্রামের উদ্যোগে এবং সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তথা কৃষি, মৎস্য, সমাজসেবা, নারী ও শিশু, শিক্ষা, যুব উন্নয়ন, তথ্য মন্ত্রাণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, পেশাজীবী শ্রেণি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং বিদেশ ফেরত অভিবাসীদেরকে নিয়ে আয়োজন করা হয় কর্মশালা। অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন সেক্টরে কর্মরতদের অভিবাসন বিষয়ে তথ্য প্রদান করা হয়। সে সাথে নিজ পরিবার এবং এলাকায় ফেরত অভিবাসীদের জন্য তাদের করণীয় সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হয়। মূলত প্রবাসীদের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রমের পাশাপাশি ব্র্যাকও মাঠ পর্যায়ে কমিউনিটির মানুষদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে যে বদ্ধপরিকর, সেই বিষয়ে সকলে সম্যক ধারণা প্রদান করা হয়। কর্মশালায় চট্টগ্রাম জেলার সম্পূর্ণ চিত্র তুলে ধরে বিস্তারিত প্রেজেন্টেশন প্রদান করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হুজ্জাতুল ইসলাম সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিিিছলেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঞা জনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মৎস্য স্বপন চন্দ্র দে-সহ অন্যান্যরা। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক চট্টগ্রাম জেলা সমন্বয়ক মোঃ ইনামুল হাসান। পরিচালনা করেন এমআরসি কোর্ডিনেটর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্মকর্তা নুরুল ইসলাম।