পটিয়ায় বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে কঠিন চীবর দানোৎসব শনিবার

2

বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব সারাদেশে মাসব্যাপী একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় পটিয়া উপজেলাধীন তেকোটা মুকুটনাইটস্থ বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে কঠিন চীবর দানোৎসব মহাসমারোহে উদযাপিত হবে আগামী ১ নভেম্বর।
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানে রয়েছে বাংলাদেশের বৌদ্ধদের সর্বপ্রথম অষ্টবিংশতী বুদ্ধ। তাই এটি ঐতিহাসিক অষ্টবিংশতী বুদ্ধ তীর্থস্থান নামে পরিচিত। সারাদিন বর্ণাঢ্য আয়োজনে থাকবে অষ্টবিংশতী বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার সমেত সংঘদান, সদ্ধর্ম সভা। যুক্ত বিবৃতিতে পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রতাপ কান্তি বড়ুয়া ও মহাসচিব সংগীত শিল্পী অনুপম বড়ুয়া পুণ্যার্থী সকলের মৈত্রীময় উপস্থিতি কামনা করেছেন। বিজ্ঞপ্তি