পটিয়ায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

1

পটিয়া প্রতিনিধি

‘শিশু থেকে প্রবীণ পুষ্টি খাবার সর্বজনীন’ এ প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে পটিয়ায়। বুধবার দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে এ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপুল চন্দ্র নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল কান্তি দে, পটিয়া থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা শারমিন আকতার হিমু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক এটিএম তোহা, সাংবাদিক কাউছার আলম, ডা. শুভ্র দেব, ডা. আনজুমান নিগাদ উর্মি, ডা. মিন্টু ধর, ইপিআই কর্মকর্তা রবিউল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। সভায় উপস্থিত সকলকে স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি ঘাটতি পূরণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান। আগামী ৩ জুন পুষ্টি সপ্তাহের সমাপ্তি হবে।