পটিয়ার নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ফারহানুর রহমান বলেছেন, ক্রীড়ার মাধ্যমে তরুণ যুবকদের শারীরিকও মানসিক বিকাশ সাধিত হয়। তাই বিভিন্ন ফুটবল ও ক্রিকেট সহ নানা ক্রীড়া আসরের মাধ্যমে যুব ও তরুণ সমাজকে ক্রীড়ায় সম্পৃক্ততার মাধ্যমে তাদের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশ সাধনে ক্রীড়া সংস্থাকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহবায়ক ফারহানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় ইউএনও এ কথাগুলো বলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফুটবল কোচ মো. নাছির উদ্দিন, ক্রীড়া সংগঠক মিশকাত আহমদ, সাংবাদিক শফিউল আজম, ছাত্র প্রতিনিধি মারুফ আবদুল্লাহ্, লিয়াকত আলী, ক্রীড়া সংগঠক মোহাম্মদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন প্রমুখ।