পটিয়ায় টপসয়েল কাটায় একজনের কারাদন্ড

1

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ফসলি জমির টপসয়েল কেটে পাচারের সময় পুলিশের সহায়তায় ট্রাকসহ একজনকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার গভীর রাতে হাইদগাঁও সাতগাছিয়া এলাকা থেকে তাকে আটক পরবর্তী এ দন্ডাদেশ প্রদান করা হয়। আটক মোহাম্মদ সুমন (৪২) একই এলাকার মোহাম্মদ সৈয়দের পুত্র। পটিয়া উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস এ দন্ডাদেশ প্রদান করেন। তবে আটক ট্রাক ও পাচারকারীকে ছেড়ে দিকে পৌরসভা যুবদলের আহব্বায়ক আফসার উদ্দিন সোহেলের বিরুদ্ধে ওসিকে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে।
পটিয়া থানার ওসি জায়েদ নুর জানান, একটি চক্র থানার নাম ভাঙিয়ে রাতের আঁধাারে টপসয়েল পাচার করছিল। বেশ কিছুদিন ধরে পটিয়ার নানা প্রান্ত থেকে এ ধরনের খবর পাওয়া যায়। রবিবার রাতে পরিচালিত অভিযানে এর সত্যতা পাওয়া যায়। এসময় মাটি পাচারের সাথে জড়িত একজনকে হাতেনাতে ট্রাকসহ আটক করা হয়। ট্রাক ও পাচারকারীকে ছেড়ে দিতে চাপ প্রয়োগের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এ ধরনের কাজে কাউকে ছাড় দেয়া হবে না। পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আফসার উদ্দিন সোহেল ফোনে তাদের ছেড়ে দেয়ার জন্য চাপ দিলেও তাতে তিনি সাড়্ াদেননি।
তবে পৌরসভা যুবদলের আহবায়ক আফসার উদ্দিন সোহেল এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, মাটিভর্তি ট্রাক বা এর সাথে জড়িত আটক কাউকে ছেড়ে দিতে তিনি চাপ প্রয়োগ বা ওসিকে ফোনই করেননি।