পটিয়ায় জেলা রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

1

তার্কিস রেড ক্রিসেন্টের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে চট্টগ্রাম জেলা ইউনিটের এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সহযোগিতায় পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়। গত শুক্রবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এই ফুড প্যাকেজ বিতরণ করা হয়। ফুড প্যাকেজে চাল, ডাল, তেল, লবন সুজি, চিনি রয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান কৃষ্ণ দাশ, আইসিটি মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগীয় উপপ্রধান অনন্ত সাহা ও যুব সেচ্ছাসেবকবৃন্দ। বিজ্ঞপ্তি