পটিয়ায় ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

3

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, একটি সুইচ গিয়ার ছুরি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম দামপাড়া ওয়াসার কর্মচারী মো. আমিন হোসেন (৫৫) তার বন্ধুর সঙ্গে দেখা করতে গত সোমবার সন্ধ্যায় পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় আহমদিয়া ছায়েরীয়া পৌর জামে মসজিদের পাশের কাঁচা রাস্তায় যান। সেখানে পৌঁছানোর পর পূর্বপরিকল্পিতভাবে অপেক্ষায় থাকা ৪ জন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে ১১ হাজার ৪৫০ টাকা সেন্ড মানি করে মোট ১৬ হাজার ৯৫০ টাকা ছিনতাই করে নেয়।
ঘটনার পরপরই ভুক্তভোগী পটিয়া থানা পুলিশকে বিষয়টি অবগত করলে মঙ্গলবার রাতে পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন মো. রায়হান (২০) ও মো. রাকিব (১৯)। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, একটি সুইচ গিয়ার ছুরি এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পলাতক আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।