পটিয়া প্রতিনিধি
পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি এবং ককটেল হামলার মামলায় আরিফুল ইসলাম (৩০) প্রকাশ আরিফ খান নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে পৌরসদরের সবুর রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি ছনহরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলী আকবরের বাড়ির ফরিদ আহম্মদের ছেলে। আরিফ খান পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় ঘটে। এ ঘটনায় ২৭ আগস্ট মামলা দায়ের হয় পটিয়া থানায়। সে মামলায় দীর্ঘ তদন্তে ছাত্রলীগ নেতা আরিফ খানের সংশ্লিষ্টতা পাওয়ায় গতকাল দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে এ ছাত্রলীগ নেতার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।