পটিয়ায় গাড়ি চালকের লাশ উদ্ধার

2

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় জসিম উদ্দিন (৩৫) নামে এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের বাইপাস সংলগ্ন ইন্দ্রপুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাগজীপাড়ার মৃত মো. ইলিয়াছের পুত্র। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন জসিম। গতকাল বিকেলে ইন্দ্রপুল সংলগ্ন ব্রিজের নিচে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।এরপর ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। জসিমের পিটে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
জসিমের ছোট ভাই মো. আজাদ জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে পটিয়া হাসপাতালের সামনে থেকে সহপাঠীদের সাথে হেঁটে ইন্দ্রপুল এলাকায় আসেন জসিম। এই সময় তার মোবাইলে একটা ফোন আসে, তখন তিনি আবার ফিরে যান হাসপাতালের সামনের স্টেশনে। তিনি হয়তো রাতে বিদেশি যাত্রী নিয়ে বিমানবন্দরে গেছেন। বুধবার সকালেও ফিরে না আসায় তার খোঁজ নেওয়া শুরু হয়। পরে জানা যায়, তার লাশ ইন্দ্রপুল ব্রিজের নিচে দেখতে পান স্থানীয়রা। তার মাথায় ছিদ্র আর মেরুদন্ড ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন স্বজনরা।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।