পটিয়া প্রতিনিধি
পটিয়ায় মশাবাহিত ম্যালেরিয়া রোগ নিমূলে আর সুস্থ সুন্দরভাবে জীবনধারণের জন্য সাধারণ জনগণকে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ব্র্যাকের সহযোগিতায় পটিয়ার সতেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা এবং সাধারণ জনগণকে মশা বাহিত রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আমাদের সবাইকে মশাবাহিত রোগ থেকে সাবধানে থাকতে হবে আর মশার কামড় থেকে বাঁচতে নিয়মমাফিক এই মশারি ব্যবহার করতে হবে। ব্র্যাকের সহযোগিতায় বিনামূল্যে এই কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ তারই একটি উৎকৃষ্ট প্রমাণ। এসময় তিনি সবাইকে মশারি ব্যবহার এবং বাড়ির আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জানা যায়, এবারে পটিয়া উপজেলার ১৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্র্যাকের সহযোগিতায় পর্যাপ্ত কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হবে এবং এই মশারি ব্যবহারের ফলে মশাবাহিত রোগ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নিমূল কর্মসূচির আওতায় ব্র্যাক চট্টগ্রামের সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য বিভাগে বিতরণে উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজ্জাদ ওসমান, এমওডিসি ডা. শুভ্র দেব, ব্র্যাকের জেলা ও উপজেলা কো অর্ডিনেটরসহ হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য সেবিকারা।