নিজস্ব প্রতিবেদক
হঠাৎ করে চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাংকের উপদ্রæব বেড়ে গেছে। এ কারণে আতংকে রয়েছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। নাম্বারবিহীন মোটরসাইকেল নিয়ে প্রায়দিন পৌরসদর ও উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা শোডাউন দিতে চোখে পড়ে। তারা জড়িয়ে পড়ছেন না অপরাধমুলক কর্মকান্ডে। জায়গার বিরোধের জের ধরে গত ৫ ডিসেম্বর উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে হিলচিয়া গ্রামে কিরিচের আঘাতে আবদুস ছবুর (৫৫), নুর জাহান আকতারকে (৩২) কুপিয়ে রক্তাক্ত করা হয় । গত ১৪ ডিসেম্বর কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহাম্মদ মুছার স্ত্রী শিউলী আকতার (৩৫)। এ ঘটনার দুইদিন পর ১৬ ডিসেম্বর পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের ছাত্রদল নেতা মোহাম্মদ সিজানকে (১৯) ছুরিকাঘাত করা হয়। কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুন জঙ্গলখাইনের শিউলী আকতার ও শোভনদন্ডীর ঘটনা দুটি থানায় মামলা হিসেবে রের্কড হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর দেশের পটপরিবর্তন হলেও পটিয়ায় কিশোর গ্যাংয়ের উপদ্রæব কমেনি। তারা রূপ পরিবর্তন করে বিভিন্ন এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ ওঠেছে, কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের কোন ভুমিকা না থাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে পটিয়ার পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশংকা।
জানা গেছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পটিয়ার কিশোর গ্যাংয়ের সদস্যরা কৌশল পাল্টে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত শিউলি আকতারের ছেলে মো. হামীম জানান, ১৪ ডিসেম্বর সকালে তার ছোট ভাই শামীম স্থানীয় আলভীসহ (১৯) আরো কয়েকজনের সঙ্গে পাশ্ববর্তী জায়গায় ক্রিকেট খেলতে যায়। খেলার এক পর্যায়ে বাকবিতন্ডার জের ধরে আলভী তার ভাই শামীমকে মারধর করে। ঘটনার পর বাড়িতে একাধিকবার গিয়ে হুমকি দেন। হামীমের মা আলভিকে ঝগড়া না করে চলে যেতে বলেন। কিন্তু আলভি চলে না গিয়ে ঝগড়া করতে থাকে। এর এক পর্যায়ে আলভির পরিবারের লোকজন হামীমের মাকে মারধর করে। এই খবর শুনে হামীম ও তার বাবা চাকরি থেকে বাড়ি এসে ঝগড়ার বিষয়ে জানতে চাইলে তাকেও মারধর করা হয়। ঘটনার এক পর্যায়ে আলভির হাতে থাকা ছুরিতে আঘাত করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও আসামি আলভীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পটিয়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, উপজেলার শোভনদন্ডী, কচুয়ায়, কুসুমপুরা (শান্তিরহাট), বড়লিয়া, আশিয়া, কেলিশহর, হাইদগাঁও, ধলঘাট, জঙ্গলখাইন ইউনিয়নের হাটবাজার, স্কুল এলাকায় নাম্বারবিহীন বিভিন্ন মোটরসাইকেল নিয়ে শোডাউন দেওয়ার খবর পাওয়া গেছে। শোভনদন্ডী ইউনিয়নে কিরিচের কোপে আহত আবদুস ছবুরের পুত্র জাহাঙ্গীর আলম জানিয়েছেন, কিরিচের কোপে রক্তাক্ত করার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ আসামিদের এখনো গ্রেপ্তার করেনি।