পটিয়া প্রতিনিধি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে দলের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়েছে। ২৮ অক্টোবর বিকেলে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে শুরু হওয়া এই অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী-সমর্থকের উপস্থিত ছিলেন।
সভা শেষে লাল-সাদা-নীল পতাকা হাতে, ঢাক-ঢোলের তালে নাচতে নাচতে হাজারো নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন। পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাস স্টেশন এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে সমাপ্ত হয়। সামনে। শোভাযাত্রা শেষে আরও এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। তিনি বলেন, আজ আমরা ২০ বছরের পথচলার স্মৃতি তুলে ধরছি, কিন্তু চোখ রয়েছে সামনের যাত্রায়।জাতীয় নির্বাচনে এলডিপির ভ‚মিকা হবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রমাণ করব যে ডেমোক্রেটিক শুধু কথায় নয়, কাজে বাস্তবায়িত হয়। এলডিপির লিবারেল দর্শনই হবে বাংলাদেশের রাজনীতির নতুন দিশা, যেখানে ব্যক্তির স্বাধীনতা আর জাতীয় উন্নয়ন একসাথে এগোবে। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল বলেন, আমাদের লক্ষ্য জনগণের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা।
পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, চট্টগ্রাম মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, গ্রনতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব আমিনুল হক তানিম। আরও বক্তব্য রাখেন, পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ডা. রিদোয়ান আজাদ, উপজেলা এলডিপির যুগ্ম সাধারন সম্পাদক নাদের জামান, সহ-সভাপতি কবির সওদাগর, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক আবদুল কাদের, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক শেখ জায়েদ মানিক, যুগ্ম আহবায়ক মো. সৈকত প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।











