পটিয়ায় একদিনে ২ লাশ উদ্ধার

1

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় একদিনে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ইন্দ্রপুল ও চরকানাই থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। জানা গেছে, ইন্দ্রপুল এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার আনুুমানিক বয়স ৬০ বছর।
এছাড়া বিকালে চরকনাই গ্রামের মমতা ডেইরি ফার্মের পিছনে বেড়িবাঁধর স্লুইস গেট’র পানিতে বদিউল আলম নামে অপর ব্যক্তির লাশ পাওয়া যায়। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে। তিনি হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত অলি আহমদের পুত্র। স্বজনরা জানিয়েছে, বদিউল আলম গত রবিবার বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরেননি।
পটিয়া থানার উপপরিদর্শক নুর মোহাম্মদ জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, লাশ উদ্ধারের বিষয়ে এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।