পটিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

2

আমির ভান্ডার দরবারে প্রতি বছরের ন্যায় এবারও ১২ দিনব্যাপি ২২ তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সালাওয়াতে রাসুল (সা.) মাহফিল গত মঙ্গলবার সপ্তম রজনীতে হাওলা দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ নাইমুল কুদ্দুস আকবরীর (ম.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনা পেশ করেন আল্লামা মুফতী সৈয়দ আশেকুল বারী, মাওলানা আবুল মোকাররম নঈমী, মাওলানা ক্বারী মোস্তাক আহমদ বিপ্লব কাদেরী, মাওলানা ফোরকান আহমদ কাদেরী, আওলাদে আমির ভান্ডারী আল্লামা শাহসুফি সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমির ভান্ডারী, সৈয়দ মুহাম্মদ শামসুদ্দোহা আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মোকাররম আমিরী, শাহজাদা সৈয়দ আরিফুজ্জামান আমিরী, শাহজাদা সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ আশরাফুজ্জমান আমিরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ শরফুজ্জমান আমিরী।
বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ সুফী ইদ্রিস মিয়া, মুহাম্মদ জহিরুল হক, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ সজুন।
দুরুদ শরীফ পাঠ করেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী, হামদ ও নাত পরিবেশন করেন হাফেজ মাওলানা দেলাওয়ার হোসেন, শায়ের মুহাম্মদ হাসান, শায়ের মুহাম্মদ সাকিব। সঞ্চালনায় ছিলেন মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী। বিজ্ঞপ্তি