বিএনপি-চট্টগ্রাম দক্ষিণ জেলার নব-নির্বাচিত আহবায়ক জননেতা মোহাম্মদ ইদ্রিস মিয়ার সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা, পটিয়া উপজেলা ও পটিয়া পৌরসভা শাখার নেতৃবৃন্দ। ৩১ মে পটিয়া সদরস্থ একটি কমিউনিটি হলে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-পটিয়া উপজেলার সহ-সভাপতি দিলীপ ঘোষ দিপু, নিখিল দে, কাজল চৌধুরী, ছোটন সরকার, সঞ্জীব চক্রবর্ত্তী টিংকু, পটিয়া পৌরসভার আহবায়ক বিকাশ দাশ বিষু, সদস্য সচিব অরিজিৎ দে সাজু, শিক্ষক দীপক কান্তি শর্মা, শ্যামল দাশগুপ্ত, পাঞ্জু চৌধুরী, শয়ন শর্মা, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বিশ্বজিৎ দাশ, বিশ্বজিৎ শীল, মিলকি চৌধুরী, দেবী চৌধুরী, শিক্ষক চম্পক কান্তি চৌধুরী, শিক্ষক উজ্জ্বল রুদ্র, সুমন দে রঘু, টিটু শীল, প্রীতম দে, রিংকু শীল, যীশু দাশ, বিপ্লব শীল, রাজীব দে, রাসু সরকার, ছোটন শীল, সঞ্জীব শীল, মিলন দাশ, রাজীব চৌধুরী, অরুন বিকাশ চৌধুরী, অ্যাডভোকেট রাজু দাশ, লিটন দাশ, প্রকাশ দাশ, ধ্রæব কুমার মিত্র, রঘু দে, বিকাশ মল্লিক, চন্দন মল্লিক, সঞ্জয় মল্লিক, সুমন মল্লিক, অভিজিৎ মল্লিক, স্বপন ধর, পলাশ দাশ, ঝুন্টু সেন, জনি সূত্রধর, স্নেহাশীষ দে নিউটন, সঞ্জয় মিত্র প্রমুখ। বিজ্ঞপ্তি