পটিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী হামিদ গ্রেপ্তার

1

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় সন্ত্রাসী আবদুল হামিদকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৩টার দিকে কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা মাজিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হামিদ জিরি ইউনিয়নের সাঁইদাইর গ্রামের এখলাস মিয়ার ছেলে।
এই সময় পুলিশ তার আস্তানা থেকে ১টি দেশে তৈরি এলজি, ৩টি কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ৩টি রাম দা ও ১টি ছোড়া উদ্ধার করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সন্ত্রাসী হামিদ কাশিয়াইশে তার আস্তানায় রয়েছেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম ও পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়।
পুলিশ জানিয়েছে, হামিদের বিরুদ্ধে পটিয়া থানাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, হামিদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। এছাড়া তার কাছে থাকা বিভিন্ন অস্ত্র উদ্ধার করি।
জানা গেছে, হামিদ কাশিয়াইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের অনুসারী। কয়েক বছর ধরে তিনি বেপরোয়া হয়ে উঠেন। গত ১৮ মে রাতে বুধপুরা বাজারে একটি দোকান থেকে গাজী আজগর আলী নামে এক যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যান হামিদ ও তার দল। রাতে তাকে কুপিয়ে মৃত ভেবে ফেলে যায় হামিদ। গাজী আজগর এখন হাসপাতালে চিকিৎসাধীন।