পটিয়া প্রতিনিধি
পটিয়ার অপহরণ ও চাঁদাবাজি মামলায় পলাতক আসামি মো. আরিফকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। গতকাল বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন। এর আগে নগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে আরিফকে গ্রেপ্তার করে। আরিফ পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার আহম্মেদ ছফার ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, পটিয়ার অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অভিযোগের সত্যতা স্বীকার করেছে।
গতকাল বুধবার বিকেলে পটিয়া থানা পুলিশ আরিফকে অপহরণ ও চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পটিয়াতে পাঠালে আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পটিয়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিকের ছোটভাই আরিফ এলাকায় নানা অপকর্মে জড়িত। গত ২৩ জানুয়ারি পিকআপ চালক সিদ্দিককে আরিফের নেতৃত্বে তুলে নিয়ে যায় ১০-১৫ জনের একটি সশস্ত্র অপহরণকারী গ্রæপ। এরপর অপহৃত সিদ্দিকের স্ত্রী রেশমা আকতারকে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় রেশমা আকতার বাদি হয়ে ২৭ জানুয়ারি পটিয়া থানায় আরিফকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অপহরণের শিকার পিকআপ চালক সিদ্দিককে ২৭ জানুয়ারি রাত সাড়ে তিনটার দিকে কেলিশহর ইউনিয়নের ছত্তরপেটুয়া এলাকার পাহাড়ি অঞ্চল থেকে উদ্ধার।