পটিয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে পানি বোতলজাত

1

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে পানি বোতলজাত করায় ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরিচ্ছন্ন ও অনুমোদনহীন পানি ব্যবসার অপরাধে ‘অলওয়েজ বেভারেজ ও এন্ড এগ্রো ফুডকে (প্রা.লি.) এ জরিমানা করা হয়।
গতকাল রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস এ অভিযানের নেতৃত্ব দেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, কোন ধরনের অনুমোদন না নিয়ে এবং অপরিচ্ছন্ন পরিবেশে বোতলজাত করে পানির ব্যবসা চালানো হচ্ছিল। এ অপরাধে তাদেরকে জরিমানা করা হয়।