গাজীপুরের একটি মসজিদের খতিব মো. মহিবুল্লাহ মিয়াজীকে (৬০) ‘নিখোঁজের’ এক দিন পর উদ্ধার করার তথ্য দিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার ভোরে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকায় তার খোঁজ পাওয়া যায়। মহিবুল্লাহ মিয়াজী গাজীপুরের টঙ্গী এলাকার বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব।
পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে আমরা ভোরে খবর পাই, হেলিপ্যাড এলাকায় শিকলে বাঁধা একজন বয়স্ক মানুষ পড়ে আছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে আমরা পরিচয় নিশ্চিত হয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। তারা টঙ্গী থানায় জিডি করেছেন।” খবর বিডিনিউজ’র
জিডির বরাতে পুলিশ সুপার বলেন, প্রায় ৫ মাস আগে জুমার বয়ানে ইসকনবিরোধী কথা বলেছিলেন মহিবুল্লাহ। তারপর থেকেই ইসকনের বরাত দিয়ে একের পর এক চিঠি দিয়ে হুমকি দেওয়া হত তাকে।
পঞ্চগড়ের সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, “মহিবুল্লাহর বর্তমান শারীরিক অবস্থা কিছুটা ভালো। এর আগে তার বড় ধরনের অস্ত্রোপচার হয়েছিল। এছাড়া তিনি ডায়েবেটিস রোগী। তাকে যথাযথ স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।”
ঘটনার বর্ণনা দিতে গিয়ে মহিবুল্লাহ সাংবাদিকদের কাছে দাবি করেন, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুল্যান্সে করে পাঁচজন ব্যক্তি তার মুখে কাপড় চেপে তুলে নিয়ে যায়। এরপর তারা নানাভাবে নির্যাতন চালায়।










