ন্যাশনাল মডেল স্কুলের পরীক্ষার ফল ঘোষণা

42

‘তোমরাই আধুনিক বিশ্বে আগামীদিনের কান্ডারি’ এ স্লোগানে নগরীর ছিন্নমূলে প্রতিষ্ঠিত ন্যাশনাল মডেল স্কুলে গতকাল শনিবার অধ্যক্ষ কাঞ্চন কুমার বড়ুয়ার সভাপতিত্বে বার্ষিক ফলাফল ঘোষণা ও মেধাপুরস্কার বিতরণী অনুষ্ঠান সুসম্পন্ন হয়। স্কুলের প্রতিষ্ঠাতা কাঞ্চন কুমার বড়ুয়ার অকালে প্রয়াত সহধর্মীণী শর্মিলা বড়ুয়ার পারলৌকিক শান্তি কামনা করে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান।
আলোচক ছিলেন সাংবাদিক সুপলাল বড়ুয়া, অধ্যক্ষ অর্পন বড়ুয়া। বক্তব্য রাখেন সহসভাপতি মো. বসির উল্লাহ, মো.মফিজুল ইসলাম গাজী, মো.মর্তুজা, শিক্ষিকাদের মধ্যে প্রিয়া বড়ুয়া, রাবেয়া জান্নাত, মরিয়ম জান্নাত, তৃষ্ণা দাশ, বেবী আক্তার, সালমা আক্তার। খবর বিজ্ঞপ্তির