ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক অনুষ্ঠান

42

গত ২৪ ডিসেম্বর সোমবার ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপাধ্যক্ষ এ.এম.শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এডুকেশন এন্ড রিচার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিপলস্ ভিউ পত্রিকার সম্পাদক ওসমান গণি মনসুর। বিশেষ অতিথি ছিলেন উক্ত ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের চেয়াররম্যান প্রফেসর ড. হেলাল উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ার সিদ্দিক চৌধুরী পরিচালক বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মিসেস শায়লা আবেদিন রীমা এবং পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব হেলাল উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সাবেক উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ গিয়াসুদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা এই প্রতিষ্ঠানকে চট্টগ্রামের তথা দেশের প্রথম সারির প্রতিষ্ঠানে উন্নীত করতে চাই। সভাপতি উপস্থিত অভিভাবকদের কে বলেন, উক্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ নতুন আঙ্গিকে ও ব্যবস্থাপনায় সাজানো হয়েছে। ২০১৯ সালে সর্বোচ্চ ভালো ফলাফলের নিশ্চয়তা প্রদান করেন এবং ছাত্র-ছাত্রীদের নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে উক্ত প্রতিষ্ঠান চট্টগ্রামে শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন জনাব হাসান মুরাদ পারভেজ, মিসেস নুসরাত জাহান, জনাব নজরুল ইসলাম ও জনাব মুহাম্মদ জাকারিয়া। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব আজিমুল হক, আব্দুল গফুর এবং জগদীশ দাশগুপ্ত। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখে দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ কাজী ইয়াছিন ও নবম শ্রেণির মেধাবী ছাত্র এনাম উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক উম্মে নুসরাত নাসির ও অদিতি ভট্টাচার্য। বিজ্ঞপ্তি