নগরীর বহদ্দারহাটস্থ ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, গুণিজন সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে ও ফারজানা ববির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসুদ্দিন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে যুগোপযোগী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠান শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম এডুকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ওসমান গণি মনসুর। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের সেক্রেটারি সলিমুল্লাহ জামান, প্রফেসর ডা. জি এম গোলাম রসূল আতিক, এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস (পিপি) মোহাম্মদ আনোয়ার সিদ্দিক চৌধুরী ও মো. এয়াকুব। অনুষ্ঠানের শেষ পর্বে প্রত্যেক শ্রেণির মেধাবী শিক্ষার্থী ও সর্বোচ্চ অবদান রাখার জন্য দুইজন শিক্ষককে বেস্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিজ্ঞপ্তি